Free Eye Camp and Blanket Distribution

Jointly organized by

RC Dhaka North
RC Magura
RCDN Eye Hospital
Linkers Real Estate Australia
Friends of RCDN overseas

বিনামূল্যে চক্ষুশিবির ও কম্বল বিতরণ
রোটারী ক্লাব অব মাগুরার আয়োজনে এবং রোটারী ক্লাব অব ঢাকা উত্তর চক্ষু হাসপাতাল, কুষ্টিয়া এর সহযোগিতায় মাগুরা নিজনান্দুয়ালিতে আড়াই শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা করা হয় ও দুস্থদের মাঝে কম্বল বিতরনের আয়োজন করা হয়।
রোগী দেখেন রোটারী ক্লাব অব ঢাকা উত্তর চক্ষু হাসপাতাল, কুষ্টিয়া এর চক্ষু বিষেশজ্ঞ ও কনসালটেন্ট ডা.মাহফুজুল হক। তাকে সহযোগিতা করেন পারভেজ আালী, মিনতি রানী দত্ত এবং শিউলী আক্তার।

সফলভাবে ০২ জন পুরুষ এবং ০৮ জন মহিলা মোট ১০ জন রোগীর অপারেশন করেছেন। তারমধ্যে চোখের ছানি ০৭ জন, পি টি জি ০১ জন এবং ডি সি আর ০২ জন। এছাড়াও অসহায় গরীব রোগীকে হাসপাতালের ওয়েল ফেয়ার ফান্ড থেকে বিনামূল্যে চোখের নেত্রনালী অপারেশন খরচের যাবতীয় ব্যয়ভার বহন করা হয়েছে। আল্লাহর রহমতে সকল রোগী সুস্থ ও ভাল আছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব ঢাকা উত্তর এর চক্ষু হাসপাতালের জিএম রোটারিয়ান মাহফুজুর রহমান, ডিজিএম রোটারীয়ান মো. সিরাজুল ইসলাম, রোটারী ক্লাব অব মাগুরার প্রসিডেন্ট লিটন ঘোষ, রোটারীয়ান সভাপতি নির্বািচত (২০২০-২০২১) খান শফি উল্লাহ, প্রাক্তন সভাপতি উত্তম সাহা, প্রতিষ্ঠাতা সভাপতি বাবুল কুরী, মাগুরা প্রেসক্লাবের সম্পাদক রোটারীয়ান শামীম খান, কোষাধ্যক্ষ শাহ আলম, প্রাক্তন সম্পাদক নাসিরুল হক, সহ সভাপতি বিধান সাহা, সম্পাদক রুবায়েত ফিরোজ, শাহরিয়ার সিদ্দিকী শুভ্র, মাগুরা রোটারেক্ট ক্লাবের রোটারেক্টর মো. সোহেল মুন্সী, মো. হাসিবুল আলম, সাদিয়া হাসান দৃষ্টি এবং রিনা পারভীন।

 

 

 

 

 

Blanket Distribution